সেনা কল্যাণ সংস্থা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, প্রকাশিত হয়েছে। সেনা কল্যাণ সংস্থা বাংলাদেশ সরকার অনুমোদিত বাংলাদেশ সেনাবাহিনীর মালিকানাধীন ও সেনাবাহিনী পরিচালিত একটি সংস্থা। সামরিক বাহিনী সদস্যদের কল্যাণের জন্য এটি গঠিত হয়।সম্প্রতি প্রকাশিত সেনা কল্যাণ সংস্থা চাকরির বিজ্ঞপ্তি র যাবতীয় তথ্য নিচে তুলে ধরা হল ।আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার জন্য আহব্বান করা হচ্ছে।
নতুন যে সকল পদে নিয়োগ দিচ্ছে তা নিম্নে বর্ননা করা হলোঃ
নিরীক্ষা কর্মকর্তা
- পদের সংখ্যাঃ ০১
- শিক্ষাগত যোগ্যতাঃ এমবিএ (হিসাব বিজ্ঞান অথবা ফিন্যান্স) ও সি.এ (সিসি)
- নিরীক্ষা/হিসাব কাজে নূন্যতম ০৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন।
ভ্যাট, ট্যাক্স ও অন্যান্য সরকারী নিয়ম নীতিমালা বিষয়ে পারদর্শী।
কম্পিউটার পারদর্শী। - বেতনঃ আলোচোনা সাপেক্ষে
উপ-মহাব্যবস্থাপক/ ব্যবস্থাপক
- পদের সংখ্যাঃ ০১
- যোগ্যতাঃ এমবিএ (হিসাব বিজ্ঞান অথবা ফিন্যান্স) ও সি.এ
- বেতনঃ আলোচোনা সাপেক্ষে
কমার্শিয়াল অফিসার
- পদের সংখ্যাঃ ০১
- শিক্ষাগত যোগ্যতাঃ বিবিএ/বিকম
- বেতনঃ আলোচোনা সাপেক্ষে
সিফট মিলার
- পদের সংখ্যাঃ ০২
- শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি
- বেতনঃ আলোচোনা সাপেক্ষে
ইলেক্ট্রিশিয়ান
- পদের সংখ্যাঃ ০১
- শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি
- বেতনঃ আলোচোনা সাপেক্ষে
সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন এই ওয়েবসাইটে alltimejobs44.xyz । তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে ।সেনা কল্যাণ সংস্থা জব সার্কুলার ২০২১ সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন -বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে।
সেনা কল্যাণ সংস্থা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
আবেদনের শেষ তারিখঃ ১২ সেপ্টেম্বর ২০২১
ওয়েবসাইটঃ https://www.senakalyan.org
সেনা কল্যাণ সংস্থা নতুন জব সার্কুলার ২০২১
সংস্থাটি ১৯৫৩ সালে ফৌজি ফাউন্ডেশনের অংশ হিসেবে সৃষ্টি হয়। এটি তখন দাতব্য প্রতিষ্ঠান আইন, ১৮৯০-এর অধীনে একটি দাতব্য ট্রাস্ট হিসেবে নিবন্ধিত হয়। ১৯৬০ থেকে ১৯৭০ সালের মাধ্যে সেনাকল্যাণ সংস্থা কর্তৃক ফৌজি রাইস মিলস নামে রংপুরে, ফৌজি চটকল নামে ঘোড়াশালে এবং ফৌজি ফ্লাওয়ার মিলস নামে চট্টগ্রামে শিল্পকল স্থাপন করা হয়। সেইসাথে সংস্থাটি ইস্ট পাকিস্তান ল্যাম্পস, ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং পাকিস্তান টোব্যাকো কোম্পানির শেয়ার কিনে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১ জুলাই ১৯৭২ সালে এটি সেনাকল্যাণ সংস্থা নামে পুনর্গঠিত হয়।
দৃষ্টিভঙ্গি: বৃহত্তর পরিসরের কল্যাণে টেকসই পদ্ধতিতে ভবিষ্যতের বিকাশের উপর আলোকপাত করার সময় বাণিজ্যিক সংস্থাগুলির দক্ষতার সাথে দক্ষ ব্যবহার করে এবং বিস্তৃত কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মুনাফা বিতরণের মাধ্যমে বাণিজ্যিক উদ্যোগের মাধ্যমে সর্বাধিক মুনাফা অর্জনের মাধ্যমে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের পুরো সম্প্রদায়ের সেবা করা। ।
মিশন: গ্রাহকরা উন্নতমানের পণ্য, পরিষেবা এবং মূল্যবোধ সহকারে সন্তুষ্ট করা, সুবিধাভোগীদের বর্ধনের কল্যাণে টেকসই এবং উচ্চমানের বিকাশের মাধ্যমে সংস্থাকে আকর্ষণীয় রিটার্ন প্রদান করে।